আমার ওজন ফিটব্যাক ছাড়া কমেনা… হাইপোথাইরয়েড ,হাইপারটেনশন…. বেবী হওয়ার আগে কমিয়েছিলাম… এরপর থেকে ওয়েট করেই যাচ্ছিলাম কবে নিবো.. আলহামদুলিল্লাহ বাচ্চার ৬মাস পূর্ন হল শুরু করে দিলাম… বেবির ৫মাস থেকেই একটু হাটাহাটি খাবার কমিয়ে দেখলাম এক ফোটা ও কমেনা… এরপর ফিটব্যাক নিলাম ডিটক্স করেই আলহামদুলিল্লাহ ২.৭কেজি চলে গেলো… চিন্তায় ছিলাম বাচ্চার দুধ কমে যাবে কিনা… আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি… নিজের মত ডায়েট করবো শুকাবো আসলে এভাবে হয়না… ডিটক্স টাইম খুব খেতে ইচ্ছা করেছিলো কন্ট্রোল করেছি…. এখন মুখে আর রুচি নাই চার্ট এর বাইরে আর কিছুই খেতে মন চায়না…. ধন্যবাদ ফিটব্যাক টিম কে… যেভাবে খোজ খবর রাখে ডায়েট না করে পালানো যাবেনা