ফিডব্যাক এর এই সাপ্লিমেন্ট টি কে নিয়ে যত কথাই বলব কম হবে। এই সাপ্লিমেন্ট জাস্ট একটা ম্যাজিক আর কিছু না।কর্মজীবী মহিলাদের ডায়েট করা খুব সহজ হয়ে যায় যদি সাথে ফিডব্যাক সাপ্লিমেন্ট থাকে।ফিডব্যাক সাপ্লিমেন্ট নিয়ে আমি প্রায় ৮ কেজির মতো ওজন কমিয়েছি। আমার এখনো আরো প্রায় ৮ -১০ কেজির মত ওজন কমাতে হবে। এরপর আমি অবশ্যই আমার বিফোর আফটার ছবি দিয়ে আবার রিভিউ দিব।
